হেথা হোথা ঘুরে খায় কুকুর কিন্তু নয় ,
মানুষের রূপ ধরে বিচিত্র চরিত্র সে হয় ।
কখনো যুবক রূপ কখনো বৃদ্ধ ভেক বেশ ,
কখনো গলদ ঘর্ম সে কখনো পক্ক কেশ ।
আবার দরদী বন্ধু যেন ভালোবাসায় অন্ধ ,
অভিনয়ে সিদ্ধহস্ত মনে ভাবে খাবে ভলো মন্দ ।
ক্ষণে ক্ষণে ছদ্মরূপ ধরে ব্রাহ্মন পূজকের বেশ ,
কখনো শিক্ষক হয়ে বলে আমি প্রাক্তন বিশেষ ।
কখনো সে বিরাট জ্ঞানি নাই তার মান খানি ,
গালগপ্প করে পটিয়ে ফেলে তার খাবার নিমন্ত্রনি ।
খাওয়ার লোভে ঘুরে বেড়ায় যথা সর্বস্ব ঘুচায় ,
আত্মসম্মান নাই তার নাই ব্যাক্তিত্ব অভিপ্রায় ।
মিথ্যা কথায় সিদ্ধহস্ত কে করবে তাকে পরাস্ত ,
ঠোঁটের আগে মিথ্যা বাক্য এতেই সে অভ্যস্ত ।
হেথা সেথা ঘুরে খায় নেই কোনকিছুর বিচার ,
মানুষের আগড়া সে শুধু ভবঘুরেরও অসার ।
দেখলে ভাব অগ্রদানী তথায় এসে জুটে তখনি ,
নেই বিবেকজ্ঞান মানুষ প্রমাণ আচরণে অমানুষ তিনি ।
নিজের খায় পরের খায় তবুও না সাধ মিটায় ,
খেয়ে খেয়ে সর্বশান্ত লাজলজ্জা তার কোথায় ?
****************
দুপুর - ৩ : ২০ মিনিট !
০৪ /০৫ /২৩ বৃহস্পতিবার !
কোলকাতা !