মানব জনম নয় কেবল সুখ আরাম ভোগ আনন্দ করে ,
সংসারেতে  দায়িত্ব কর্তব্য কিছু আছে  সবার উপরে ।

মাতৃ কোলে শিশুকাল স্তন্যপানে হেসে খেলে  কেটে যায়  ,
বড় হয়ে  লেখা পড়ার দায়িত্ব আসে যখন  কৈশরে  পৌঁছায়  ।
দুরন্ত কৈশর কাটে লেখা পড়া পাঠশালায় বিদ্যালয়ে  ,
বিদ্যালয় পাঠ শেষে যৌবনের প্রারম্ভে যায় মহাবিদ্যালয়ে ।

উদ্যাম যৌবন কাটে আনন্দে রঙ্গ রসে প্রেম পিরীতে ,
কিছু কিছু কর্তব্যও পালন করতে হয় সংসারেতে ।
সংসার ধর্ম বড় ধর্ম মাতা পিতা আত্মীয়র  প্রতি ,
কর্তব্য করতে হয় সমাজ পরিজন স্ত্রী সন্তানের ও প্রতি  ।

সবার প্রতি কর্তব্য ও সন্তান সন্ততিদের লালন পালন ,
আয় উপার্জন করে সংসারের স্বার্থে কঠিন পরিশ্রম  ।
প্রতিবেশী পরিজনের প্রতিও থাকে করনীয় কর্তব্য ,
সন্তারদের বড় করে মাতা পিতার  সেবা যত্নও ধর্তব্য ।

বার্ধক্যে সংসার চিন্তা ত্যাগ করে ঈশ্বর চিন্তায় মগন ,
সৎ চিন্তা সৎ কর্ম সৎ মন নিয়ে ইষ্ট দেবতার পূজন ।
মনুষ্য জীবন সদাই ধর্ম কর্ম ও ভিন্ন ভিন্ন কর্ম অপরের জন্যে ,
শেষাবস্থায় পরপারের  আসে ডাক যেতে হবে সেই আহ্বানে ।

                ******************
রাত্রি - ১0 :0৫ মিনিট ।
১৯ / ০৮ / ২৩ শনিবার
ইঞ্চনাও = সুইজারল্যান্ড  ( ইউরোপ )