সব মানুষই দেখতে মানুষ কিন্তু মানুষ নয় ,
মানুষের  আকার দেখে  ভুলে মানুষ ভেবে যাই  ।
দুই হাত দুই পা মাথা মানুষ দেখে ভাবি তাই ,
আকার দেখে মানুষ ভাবি  আচারে তাই নাই  ।

আবেগের বসে মানুষ ভেবে  ভুল করি তাই  ,
আবেগের সাথে মিশে সোহাগে কষ্টকে কুড়াই  ।
মানুষ রূপে বেঁচে  আছি  মানুষ চিনি নাই,
এ যেন এক রূপকথার দেশে বাস করি ভাই  ।

মানুষ হয়ে  জন্ম নিয়েও কেন মানুষ চিনলাম না,
মানুষ রূপে জন্ম নিয়েও একি ব্যর্থতা ভাবি তা  ।
মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষের উপকার করেনা,
সেই পাশবিক মন কোন উপকার স্বীকার করে না।

মানুষ হয়েও বাস করি যেন বনমানুষের দেশে,
গঠনটা তাই পাল্টে গেছে দিন বদলের শেষে ।
প্রাচীন থেকে নবীন হলো দিনের বিবর্তনে এসে ,
কিন্তু মানবিকতা পাল্টেনি কিছুই সভ্য এ সমাজে  ।

মিথ্যা স্বার্থ লোভ লালসা অমানবিকতার ফলে,
সভ্য সমাজের মানুষও  আদিম  হলো একালে ।
নিজ  স্বার্থে মগ্ন সবে বেহুঁশ হয়ে বোধবুদ্ধি হারালে,
উপকার চায় স্বার্থপরেরা যখন অসুবিধায় পড়লে।

   ******************
রাত্রি - ১০: ২৭ মিনিট ।
২৮ / ০৭ /২৪ রবিবার।
কোলকাতা  ।