মানুষ কখনোও হয়না মানুষ
মানুষ হয়েও যদি হয় সে বেহুঁশ।
পশুরাই হয় শুধুই বেহুঁশ
তাদের নাই মন নাই হুঁশ ।
যার পবিত্র সুন্দর মন আছে হুঁশ
এই মনুষ্য জগতে সেই মানুষ ।
মানুষ নামের সংজ্ঞা বিশেষ
মানুষ নামের গুন হয় অশেষ ।
দুই হাত দুই পা এক মাথা হয়
এই গুলো থাকলেই মানুষ না কয় ,
অমানুষ আর মানুষের তফাত না রয়
অমানুষ দেখতে মানুষের মতই হয় ।
কেউই ধরাপরে চিরকাল না রবে
মানুষ চলে গেলেও তার কীর্তি রয়ে যাবে ।
মান আর হুঁশ আছে মানুষ তারে কয়
নাই মান নাই হুঁশ সেই অমানুষ হয়। ।
কেউই ঢিরকাল হেথা নাহি রবে
একদিন ফেলে সব চলেযেতে হবে ।
সেদিন তোমার সঙ্গে কেউই না যাবে
প্রাণ বায়ু চলে গেলে দেহ পড়ে রবে ।
ধরাপরে যতদিন জীবন রবে
মানুষ নামের মনুষ্যত্ব রাখবে। ।
আচার ব্যবহারে মানুষ চেনা যায়
অমানুষ সদাই করে দুরাচার ।
***************
রাত্রি ‐ ১১ : ৪৫ মিনিট ।
২০ / ০৮ / ২৪ মঙ্গলবার।
কোলকাতা।