মনের ভেতর কাঁদে যারা কষ্ট গোপন রেখে ,
অশ্রুবাড়ি দেখেনা কেউই আড়ালে চোখ ঢাকে ।
কষ্ট তাদের ঘুচে না কোন মনের ভীতর থাকে ,
বাইরে দেখে বোঝেনা কেউ মনের কষ্ট মনেই রাখে ।
মনে কাঁদার কি যে যন্ত্রনা কেউই বুঝবেনা হায় ,
মনের দুঃখ মনের ব্যাথা মনেই থেকে যায় ।
ভাঙাচোরা হৃদয়কে কি কেউই জানতে চায় ,
মুখে নকল হাসি দেখে কেউ কি কষ্টের নাগাল পায় ।
ভদ্রতা সভ্যতার খোলস আঁটা তাদের বোঝা না যায় ,
অসময়ে বিপদের সময়ে তাদের দেখা পাওয়া দায় ।
সেই মানুষ গুলোই অসময়ে সাহায্যর হাতটা বাড়ায় ,
কষ্টের সময় তারা পাশে থেকেই যত কষ্ট মুছে দেয় ।
হেসে হেসে কথা বলে তাদের ভিতরে কুটিল মন ,
সরল সহজ কাজ কর্মে কেবল গন্ডগোল পাকায় অনুক্ষন ।
দুঃখ কষ্ট দেখলে তাদের আনন্দিত মন থাকে সর্বক্ষন ,
বাইরে বাইরে মাটির মানুষ দেখতে শুধুই ভেতরে হৃষ্ট মন ।
কারুর কষ্ট দেখলেই তারা এসে স্বান্তনা স্তোকবাক্য দেয় ,
ভেতরে কার যে কত দুঃখ কষ্ট বাইরে দেখতে না কেউ পায় ।
************
দুপুর - ১ : ০০ টা।
২৫ / ১১ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।