ওলো ও কবিতা সুন্দরী ,
তোর রূপ দেখে মরি ।
তুই যে আমার প্রানেশ্বরী ,
তুই আমার মনের মাধূরী ।
তুই বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী ,
তুলসী তলায় তুলসীমঞ্জরী।
তুই যে হৃদয়ে হৃদয়েশ্বরী ,
ব্রজপুরে তুই লো ব্রজেশ্বরী ।
মথুরাতে তুই গোপনারী ,
মহেশের পাশে তুই মহেশ্বরী ।
বৈকুন্ঠর বামে তুই বৈকুন্ঠেশ্বরী ,
গিরিরাজপুরে তুই যে কৌমারী!
নিধুবনে দেখালি কৃষ্ণকালী ,
ভক্তিভরে পূজে রাধাপ্যারী ।
নিকুঞ্জবন মধ্যে তুই রাসেশ্বরী ,
রাশে ঝুলিস সাথে রাসবিহারী ।
তুই মা যশোদার করলি ননীচুরি ,
পূতনাকে বধলি স্তন্যপান করি ।
নদীয়ার পথে করিস নামের মাধূকরী ,
আবার কৃষ্ণনামে মত্তহয়ে ধূলায় গড়াগড়ি ।
***************
সন্ধ্যা - ৬ :০০ টা ।
০৫ /০৫ /২৪ রবিবার ।
কোলকাতা ।