হারিয়ে যাওয়া দিনগুলো সব
পড়ছে যে আজ মনে ,
ঝাপসা হয়ে যায় যে নয়ন
জল জমে চোখের কোণে ।
হারিয়ে যাওয়া স্মৃতি কথা
বাড়ায় মনে কত ব্যাথা ,
চঞ্চল কৈশোর জীবন
রয়েছে মনে আজও গাঁথা ।
মনে পড়ে সন্ধ্যা বেলায়
সবাই বসে দিদার মুখে গল্প ,
ছিলো আগ্রহ উচ্ছাস কত
ভয়ে নিস্তব্ধ তবু ছিল আনন্দ ।
রাজপুত্তুর যুদ্ধে গেল ঘোড়ায় চড়ে
রাজকন্যা জয় করে ফিরল সে ঘরে ,
দৈত্য দানব শাঁকচুন্নি ছিল গাছের 'পরে
ডাকাত তখন পড়ল ঘরে হা রে রেরে ।
মনে পড়ে ঝড়ের পরে
আমবাগানে আম কুড়োতে যাওয়া ,
মনে পড়ে সাঁতার কেটে
নদীর জলে ডুব দিয়ে নাওয়া ।
মনে পড়ে মায়ের মুখের সেই
ছেলের বেলা ঘুম পাড়ানি গান ,
বৃষ্টি এলো টুপুর টাপুর
নদীতে ওই ডাকে বান ।
************
দুপুর - ১২ : ২৭ মিনিট ।
২০ / ১২ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।