চম্পক নগরে বাস ছিল চাঁদ সওদাগরের ,
তিনি একনিষ্ঠ ভক্ত ছিলে ভোলা মহেশ্বরের ।
চাঁদ সওদাগর যদি মা মনসার পূজা করে ,
মর্ত্যে মনসা পূজার প্রচার হয় ঘরে ঘরে ।
চাঁদ ছিলো মনে প্রাণে একনিষ্ঠ শৈব ,
মনসা পূজার প্রচার হেতু সেই ভবিতব্য ।
চাঁদ ছিলো মনসার উপর অতিশয় রুষ্ট ,
চ্যাঙমুড়িকানি বলে ডাকে মনসাকে সতত ।
ছয়পুত্র সহ চাঁদ সমুদ্রেতে যায় বাণিজ্য কারণ ,
সপ্তডিঙামধুকর মাঝ সমুদ্রে ডুবাল তখন ।
ছয়পুত্র সওদাগরের সমুদ্রে হারাল জীবন ,
কোনক্রমে চাঁদ সওদাগর রক্ষা হয় প্রাণ ।
চম্পকনগরে লখীন্দর এদিকে করে জন্মগ্রহণ ,
লখীন্দর কোলে নিয়ে সনকা বিষাদে হরষিত মন ।
ক্রমান্বয়ে মা'র কোলে লখীন্দর বেড়ে উঠে তখন ,
ক্রমে ক্রমে লখীন্দর যৌবনেতে করল পদার্পণ ।
************
রাত্রি - ৯ : ৪৮ মিনিট ।
২৮ /০৯ /২৪ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !