মন ফুলে গেঁথে মালা পরাবো শ্যামা মায়ের গলে ,
ভক্তি চন্দন বেলপাতা জবা দেবো মায়ের  পদমূলে ।
মা'যে দয়াময়ী  শ্রদ্ধাভক্তি মায়ের পায়ে দেনা ঢেলে ,
মুক্তি মোক্ষ জ্ঞান  শান্তি ঐ পদেতে সবই মিলে ।

শুদ্ধ করে মনটারে তোর ভক্তিডোরে বাঁধনা জোরে ,
পরম রতন পাবি সেথা কাম ক্রোধ লোভ সঁপে দেরে ।
মা নামেতে পাগল হয়ে শিব শশ্মানে মশানে ঘোরে ,
ঐ পদেতে বিশ্বভূবন কাম লোভ অর্থ মোহ সঁপে দেয়রে ।

ভীষনা ভামিনী জননী শ্যামা সূর্য্য চন্দ্র যার পদতলে ,
ব্রহ্মান্ড প্রসবিনী জননী বিশ্বজগৎ তার পায়ে দোলে ।
কালজয়ী ব্রহ্মময়ী জননী যে মা রাবন আশ্রিত তাঁরই কোলে  ,
হৈম হৈমবতী উলঙ্গিনী মা পায়ের তলে শিব বুক পেতে দিলে ।

কালরাত্রি ভয়ঙ্করী উন্মাদিনী শশ্মানে মশানে ফেরে ,
শশ্মান চিতায় বহ্নি  জ্বলে কাম লালসা যায় যে পুড়ে ।
শিব যেগো মা শশ্মানবাসী তোর রাঙা চরণ পাবার তরে ,

বিশ্বভূবন ভুল হয়ে যায় তোর ঐ রাঙা চরণ যুগল হেরে ।

কাম অর্থ লোভ মোহ ঐ কালো পদে সমর্পিলে ,
পাবি মুক্তি হবে শান্তি মাতৃনামের বেড়া বাঁধিলে ।
প্রেম ভক্তি শান্তি মুক্তি ঐ কালোমেয়ের পদে মিলে ,
জয়মা বলে ডুব দেরে তুই মাতৃ নামের অগাধ জলে ।

         *********************
সন্ধ্যা -৭ : ৫৩ মিনিট !
৩১ / ০৭ /২৩ সোমবার !
কনকর্ড = আমেরিকা !