মানুষ  নামের তকমা পরে মানুষ আমরা হই  ,
দুই হাত দুই পা একটি মাথা আছে মন হুঁশ কই ।
দেখতে মানুষ হলেও আমাদের মানবতা কোথায় ?
মানুষ নামের তকমা পরি কিন্তু মানুষ কই  হেথায় ।

আমি শ্রেষ্ঠ আমিই সেরা মানুষের সেরা মানুষাকার ,
অহমিকা গ্রাস করেছে পশুসমান আচরণ মানবতার ।
অহংকারে দিশা হারা গুরু লঘু  ছোট বড় নেই পরোয়া ,
জেদের বশে মত্ত তারা হয়নিতো আর মানুষ হওয়া ।

ভুল করেও করে অস্বীকার ভুলটাকেও  বলে ঠিক ,
দাম্ভিকতা অহংকারে হারিয়ে ফেলে মানুষ দিগ্বীদিক ।
উপহাসের হাসি হাসে বোঝেনা কিছুই ঠিক বেঠিক ,
দেখতে মানুষের মতো রঙ পাল্টায় ঠিক গিরগিট ।

দেখতে মানুষ কিন্তু আচার ব্যবহারে যেমন পশু ,
মানুষ নামের তকমা পরে ব্যাবহারে যেন নরপশু ।
জেনে শুনে ভুল করে ভুলের সাথেই করে আপোষ ,
স্বার্থের পেছনে ছুটে বেড়ায় ভদ্রবেশী মানুষের মুখোশ ।

মানুষ নামের প্রাণীরা আত্মসুখে মনুষত্ব হারায় যত ,
দিনে দিনে হারিয়ে যায় হয় মানুষ ব্যবহারে পশুর মত ।
আনাচে কানাচে ঘুরে বেড়ায় মানুষরূপী নরপশুরদল যত ,
অখাদ্য কুখাদ্য খায় বেপোরয়া ঘুরে সমাজবিরোধী সর্বত্র ।

              *******************
রাত্রি - ৯ : ০৬ মিনিট ।
২৬ / ০২ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।