এক বছর পরে এলি উমা ঘরে ,
যাবি চলে তিন দিনের পরে ।
আসবি আবার একবছর পরে ,
এই ভূবন হবে আলো ও রে ।

মন যে আমার কেমন করে ,
দেখবো আবার এক বছর পরে ।
ঘরে থাকবো আমি কেমন করে ,
মা'র প্রাণে কি আর ধৈর্য্য ধরে !

এবার নিতে এলে বলবো হরে ,
উমায় আর পাঠাবো কৈলাশ পুরে ।
শুনেছি জামাই নাকি ভীক্ষে করে ,
মা'র প্রাণে আর কি ধৈর্য্য ধরে  ।

তুই গেলে উমা কৈলাস পুরে ,
কেমনে থাকি মা তোরে না হেরে ।
দেহ এখানে পড়ে দক্ষপুরে ,
মনটা থাকে মা তোরে ঘিরে।

তুই মা আমার উমা রানী  ,
তোরে ছেড়ে থাকতে নারি আমি ।
আবার কবে হেরবো শিবাণী ,
বল মা মনকে কেমনে মানি ।

  *************
দুপুর - ১২ : ১০ মিনিট ।
২৪ / ১০ / ২৩ মঙ্গলবার ।
কোলকাতা ।