আমরা মজুর ভাইয়ের দল ,
খাটি খাই মোদের শক্তিই সম্বল ।
গতর খাটাই কাজ করে খাই ,
ভয় আমাদের কিসের ভাই ?

মালিকের কাজে  শ্রম বিলাই ,
খাটার বিনিময়ে মজুরী  পাই ।
তাই  দিয়ে সংসার চালাই ,
এই মজুরের নিত্য নামচা ভাই ।

যখন  জঠরে জ্বলে ক্ষূধার অনল ,
কি করে নির্বান করি ছাড়া খাবার জল ।
খাবার বিহিন না নির্বাপিত হয় এই অনল ,
তাই আমাদের কাজ কামই সম্বল ।

আমরা দিন আনি দিন খাই ,
আমাদের  আর কোন উপায় নাই ।
আমাদের নুন আনতে পান্তা ফুরায় ,
অর্দ্ধাহারে শুধু প্রাণ বাঁচাই ।

আমরা সবাই মজুরের  ভাই ,
আমরা শ্রমের বিনিময়ে পয়সা পাই।
শ্রম যদি আমরা না করি ভাই ,
অনাহারে আমরা দিন কাটাই ।

   ****************
রাত্রি -১০ : ৫৫ মিনিট ।
১২ / ০২ / ২৪ সোমবার ।
কোলকাতা ।