মহুল বনের মাতাল হাওয়া বইছে এলো মেলো ,
মহুয়া ফুলের মধু খেয়ে মৌমাছিরা এলো !

মহুয়া ফুলে জমেছে মৌ পূঞ্জে অলি গুঁজিছে ওই ,
গাছের তলায় বিছানো ওই মহুল ফুলের ছই !

মাতলা হাওয়ায় মেতেছে আজ ছেলে বুড়োর দল ,
বৌ ঝিয়েরা কোমর বেঁধে মহুল কুড়াই চল !

মহুয়া বনের ফুলের নেশায় মাতাল হব মুই ,
মাতাল হবে কচি কাচা দাদা দিদি সই !

মহুয়ার ওই মদের নেশায় নাচবো মোরা চলনা সেথায়,
মৌমাছিরা গুনগুনিয়ে  গুঞ্জে গুঞ্জে ধায়  !

ডমরু ঝমরু  রুমকি ঝুমকি সবাই জুটি ভাই ,
আয়রে সেথায় নাচবি যদি মাতাল হয়ে যাই !

মহুল ফুলের গন্ধে মাতাল মাতাল হয়ে আজ ,
চলনা  সেথায় যাইগো সবাই ফেলে হাতের কাজ !

মৌমাছিরা গুনগুনিয়ে গুঞ্জরে সেথায় ,
দল বেঁধে আয় চলনা সেথা মো'ল  কুড়াতে যাই  !

গুঞ্জরিয়া আসে অলি পূঞ্জে পূঞ্জে ধায় ,
মহুল ফুলের মাতাল হাওয়ায় ভোমরা ছুটে যায় !

     ***********
২০১৭ সালে সুইসপূজা (সুইজারল্যান্ড)পত্রিকায় আমার এই কবিতাটি প্রকাশ হয় !