আমার আমিরে আমি হারিয়ে খুঁজি ,
কোথায় যে হারিয়ে গেলো পাইনা খুঁজি ।
ঠাকুর আঙ্গিনায় দেখি কখন তুলসি তলায় ,
কখন ফুলবাগানে দেখি কখন গোলাপ মালায় ।

কখনো দেখি কাশীধামে কখনো ব্রজপুরে বাঁশী শুনে ,
যেথা পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা বসে একাসনে ।
কখন বৃন্দাবনে রাধাকৃষ্ণ হোলী খেলে ব্রজগোপিনী সনে ,
কখনো বা হরিদ্বারে চলে পবিত্রময়ী গঙ্গায় অবগাহনে ।

গঙ্গা যমুনা সরস্বতী যেথা মিলে ত্রিবেনী সঙ্গমে ,
মহাপুন্য কুম্ভমেলা বিশ্বের  সন্ন্যাসীর আগমনে ।
মহাতীর্থ কালীঘাট একান্ন পীঠস্থানের একস্থান এখানে ,
জবাপুষ্প চন্দন গঙ্গাজলে অঞ্জলী মায়ের রাঙা চরণে ।

বানারসী ধামে গঙ্গার তীরে  আঠারো ঘাটে মহাশশ্মানে ,
সন্ধ্যাকালে গঙ্গার ঘাটে সন্ধ্যারতী করে  দেব দেবী গনে ।
অন্নপূর্ণা পূজে হেথা ভক্তিযুক্ত হয়ে প্রসাদ পায় ভক্তসর্বজনে ,
আমার আমি বেড়াই ঘুরে সেই তীর্থ কাশী বানারসী ধামে ।

কখনো গঙ্গামেলায় ঘোরে কখনো আবার নবদ্বীপ ধামে ,
কখনো  তারাপীঠ মন্দিরে সেথা মহামৃতুঞ্জয় মহাশশ্মাণে ।
কখন বা বক্রেশ্বরে বাবা বক্রেশ্বর মহাদেব বিরাজে যেস্থানে ,
কখনো আদ্যাপিঠ মহাপিঠে যখানে ভক্তবৃন্দ মাতৃবন্দনা গানে ।

           ********************
রাত্রি - ৮ :৫৫ মিনিট ।
৩০ / ০৪ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।