সবাই মানুষ কিন্তু অনেকেই মানুষ নয় ,
মানুষ নামের তকমা এঁটে মানুষ সেজে রয় ।
দেখি মানুষ আর পশুতে প্রভেদ কিছুই নাই ,
ভাগাভাগি নিয়ে কাড়াকাড়ি করে সদাই ।

বোধ বিদ্যা বুদ্ধি বিবেক সব কিছুই গেছে ঘুচে ,
শুধুই কেবল নিজেদের স্বার্থ সুখ সততই বোঝে ।
দ্বন্দ্ব হিংসা লোভ পরশ্রীকাতরতা নাড়া দিয়ে মাঝে ,
অধর্মে মতি মিথ্যার ব্যাসাতি এই রীতি নীতি রাজে ।

সাদাকে সাদা বলেনা ঘুরিয়ে সাদাকে বলে কালো ,
মন্দটাতো মন্দই হয় মুখে তাদের আসেনা ভালো ।
সৎ আলোচনা নাইকো তাদের পরচর্চা পরনিন্দা সদা ,
ধর্ম কর্মে মতি নাই অসৎ কর্ম অসৎ চিন্তা নাই সততা ।

জাতপাত  ধর্ম নিয়ে সদাই করে জাতের ধর্মের বড়াই ,
মানুষ তো সবাই একটাই পরিচয় জাতে কি আসে যায় ।
এই মাটিতেই জন্মেছি সবাই একই মায়ের সন্তান সবাই ,
একই রক্ত বইছে সবার শিরায় আমরা সবাই ভাই ভাই ।

এলোরে ভাই এবার সেই দিন বদল করার পালা ,
মানুষ হয়ে জাতের বিচার এবার গলার সুর বদলা ।
চালাকি নিন্দা বিরোধিতা ঝগড়া এবে ছাড় ছলাকলা ,
আয় আজ মহামিলনের গান গাই ঘুছাই মনের ময়লা ।
                  ************
সন্ধ্যা - ৫ : ০০ টা ।
০৫ / ১১ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।