দেবীপক্ষের পুণ্য প্রভাতে ঘোষিত হলো বার্তা মায়ের আগমন  ,
ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিজন  সবারে জানাই আমন্ত্রণ  ।
কাশফুল মাথা দোলায় বেজে উঠে আগমনীর পুণ্য আগমন,
পুজো পুজো গন্ধ ভাসে আকাশ বাতাস বাজে আগমনী গান  ।

জাগো জাগো তুমি জাগো মা জননী সবে করে আহ্বান  ,
বৎসর পরে আসবে  মাগো ধৈর্য্য না ধরে প্রাণ  ।
বৃষ্টিস্নাত পুণ্য প্রাতে শিউলী ফুলের সৌরভে ভরে মন  ,
মহালয়ার পুন্য প্রভাতে বীরেন্দ্রকৃষ্ণের চন্ডী পাঠে মাতালো ভূবন  ।

আঁধারের কালো যত যাক ঘুচে মনের কালিমা সব যাক মুছে ,
আনন্দময়ীর আগমনে দ্বেষ হিংসা ভেদাভেদ যাক ঘুচে ।
ভারতী উঠল সেজে শিউলীঝরা প্রভাতে অপরূপা সাজে ,
পুজা পুজা গন্ধ ভাসে আনন্দে মন হাসে দেবীপক্ষ এসেছে  ।

মা মেনকার কোলে আসবে উমা দুয়ারে দাঁড়ায়ে দেখে মা,
আয় মা ঘরে আয় মা উমা মায়ের মনে আর ধৈর্য্য ধরেনা  ।
আনন্দময়ী আয়মা ওমা দরজায় দাঁড়ায়ে হেরে মা ,
সম্বৎসর পরে আসবে উমা ধরব বুকে ডাকবে সে মা মা ।

জুড়াবে আমার প্রাণ মন আনন্দে ভরবে এই ভূবন  ,
থাকবে বুকে সারাজীবন আর যেতে না দিব উমাধন ।
ডাকবে আমায় মা মা বলে কাছে কাছে  রবে সারাক্ষণ ,
থাকবে আমার বুক জুড়ে দেখব নয়ন ভরে আজীবন ।

              *******************
সকাল - ১০ : ৫৪ মিনিট  ।
০২ / ০৯ / ২৪ বুধবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।