প্রেম ভরে ঝগড়া করে গাঙ্গ শালিকেরা ভালোবেসে ,
নভোনীলে সঙ্খচিলেরা উড়ে বেড়ায় ভেসে ভেসে !
সোনালী ধানের ক্ষেতে সোনা রদ্দুর খেলে কি আবেশে ,
হরিৎ সর্ষে ক্ষেতে মৃদু সমিরন মাথা দোলায় অক্লেশে !

মাগো জন্মভূমি মোর মন প্রাণ মিশে আছে ধূলি সাথে ,
তাইতো সদা জাগে মনে তোমার ধূলি সদা থাকে মাতে!
মাতৃভূমি স্বর্গসম তুলনা নাই ত্রিজগতে ,
তবধূলি অঙ্গে মেখে জীবন জুড়াই  তোর কোলেতে !

সোহাগিনী আদরিনী আমার দেশের মাটি খানি ,
তুই যে মাগো মোর স্বর্গাদপী গরিয়সী জন্মভূমি !
মিশে আছো তুমি মোর রন্ধ্রে রন্ধ্রে স্পন্দনে স্পন্দনে ,
কি করে ভুলিব মাগো তোরে তব ধূলি মিশে রবে জনমে মরনে  !

বারবার যেন ফিরে  আসি তব স্নেহ ভরা ভুবনে ,
তোর ওই ফলে ফুলে অন্নজলে পালিত হয়েছি দিনে দিনে !
জন্মিলাম তোমার বুকে বাঁচিলাম কত সুখে সযতনে ,
কেমনে পাসরি মাগো তোমার অন্ন জল বায়ু জনমে জনমে !
  
       **********
রাত্রি -৮ : ৩৫ মিনিট !
২৭ /০৬ /২৪ বৃহস্পতিবার !
কোলকাতা !