সুন্দর বনে সুন্দরী গাছ ,
সুন্দর দিগন্তে দিবাকর রাজ !পুবেতে উদয় ভানু যেন যুবরাজ,
পুবেতে ব্রাহ্মমূর্তি কি অপরূপ আজ !
সুন্দরের পূজারী বালা পূজে দিবাকরে ,
জবাকুসুমে চর্চিত চন্দনে সাজায় প্রভাকরে !
হে লোহিত বরন দেব দ্যুতি ডাকি ভক্তি ভোরে ,
জগত জনে তোমায় ডাকে ডাকে হে অন্তরে !
সুন্দর মন সুন্দর প্রাণ সুন্দর সাজাও ফুলবনে ,
সুন্দর জীবন সুন্দর গগন সুন্দর
ভুবনে !
সুন্দর আকাশ সুন্দর বাতাস সুন্দর ধরাধামে ,
সুন্দর শশধর সুন্দর পয়োধর সুন্দর তপনে !
সুন্দর পাপিয়া গায় সুন্দর দক্ষিণা বায় বিটপী লতায় ,
শালপিয়ালের বনে মৃদু মন্দ্র সমীরণে লতায় পাতায় !
মেঘ পরীদের সাথে মেঘমালা খেলিয়া বেড়ায় ,
সেথা মত্ত্ব দাদুরী নাচে নভোনীলে মেঘ দেখে পেখম ছড়ায় !
অসীম নীলাকাশে শঙ্খচিল উড়ে কিসুখে ,
গ্যাঙ শালিকের দল ভয়ে কিচির মিচির করে চিল দেখে !
*********
রাত্রি - ৮ : ৩৫ মিনিট !
২৭ / ০৬ / ২৪ বৃহস্পতিবার !
কোলকাতা !