আয়রে সবাই আয়রে ধেয়ে
                মাকে চল আনি গিয়ে  ,
সিংহ পৃষ্ঠে ভগবতী
                আসছেন পুত্র কন্যা নিয়ে ।

সঙ্গে লক্ষ্মী আর সরস্বতী
            আসবেন কার্তিকেয় গনপতি  ,
সিংহ পৃষ্ঠে ভগবতী
             ত্রিজগৎ করিয়ে আলো।

মহেশ্বরে পৃষ্ঠে লয়ে
          বৃষভ বাহন আসবে ধেয়ে ,
নন্দী ভৃঙ্গী অনুচর সঙ্গে
            ত্রিশূলধারী সর্প ভূষণ গায়ে ।

হৈমবতী শিবসঙ্গে করে
            এলেন এই ধরাপরে,
আনন্দ আর ধরেনারে  
         গিরিরাজার অন্তপুরে  ।        

যোগিনী যোগেন্দ্র জায়া
           সে যে মেনকা নন্দিনী ,
ঘর আলো কন্যা উমা
              জগতের নয়ন মণি ।
            
            ************
রাত্রি - ৭ : ২০ মিনিট  ।
০৪ / ১০ /২৪ শুক্রবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।