যেদিকে তাকাই মাকে দেখতে পাই ,
মাযে আমার জীবন হ'তে হারিয়ে গেছে ভাই ।
মায়ের মত কেউ কি আর আছে এই দুনিয়ায় ,
যেখানে মায়ের স্নেহ ভালোবাসা মমতা খুঁজে পাই ।
মায়ের মত শুধামাখা কথা কেউতো বলে নাই,
কোথায় গেলে মায়ের সোহাগ আদর আর পাবো ভাই ।
মায়ের মতন আদর যতন কে আর করবে দুনিয়ায়,
মাযে বুঝে মনের ব্যথা আর কেউতো বুঝে নাই ।
যখন দুঃখে ভরে বুক দেখে মায়ের হাসি মুখ ,
সবকষ্ট দুঃখ দূর হয়ে যায় আদরে সোহাগে ভরে বুক ।
মায়ের কোলে শুয়ে ঘুম পাড়াতেন মা ঘুমপাড়ানি মা ঘুম
গান গেয়ে ,
আবেশে আদরে দুচোখে আমার তখন ঘুম আসে ছেয়ে ।
মায়ের শীতল কোলেস্বর্গের সুখ সৌন্দর্য্য ভুলে ,
যত যন্ত্রনা জ্বালা আদরে ভরিয়ে নেন মা কোলে তুলে ।
পাবনা আর সেই শান্তি সুখ আদর অন্য কোথাও গেলে ,
আমার মায়ের কোলে স্বর্গ সুখ আনন্দ শান্তি সব মিলে ।
যখন জন্ম নিলাম ভূমিতলে তখন কেঁদেছি শুধু মা মা বলে ,
ধূলি থেকে মা আমায় আদরে সোহাগে নিলেন কোলে তুলে ।
যখন খিদা পেত আমার কেঁদেছি কেবল শুধু আমি মা মা বলে ,
শত কাজ ফেলে মা আমায় ছুটে এসে নিতেন আদরে কোলে তুলে ।
মায়র মত এই জগতে কেউ কি আছে আর ?
মুখ দেখে দুঃখ বুঝে নেয় কেবলই মা আমার ।
*****************
রাত্রি - ৯ : ৫২ মিনিট ।
০২ / ০৩ / ২৪ শনিবার ।
কোলকাতা ।