লোভ লালসায় ভরা প্রাণ মন ,
চেনেনা তারা কে পর কে আপন ।
উচ্চ শিক্ষার নাই মান নাই জ্ঞান ,
আছে স্বার্থ লোভ পাহাড় প্রমাণ ।
ভালে তিলক ফোঁটা কন্ঠে মালা ধান্দাবাজ ,
লোক ঠকানো মিথ্যার ব্যসাতি তার কাজ ।
ওরাই জ্ঞানী গুনীজন লোক সমাজের মাঝ
ওদের নাই সংকোচ সম্মান দ্বিধা ও লাজ ।
ভোটের জন্য ওদের দুয়ারে ঘোরাই কাজ ,
নাই নীতি ধর্ম নাই সত্যি মিথ্যার ধান্দাবাজ ।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের করায় কাজ ,
ভোটে জিতে আর চেনেনা শেয়ানা বজ্জাৎ ।
সৎ জনেরা সদা সর্বদাই কষ্টে দুঃখে ভোগে ,
ঠক বাজেরা নির্লজ্জেরা বেহায়া আনন্দে থাকে ।
শিক্ষিতদের নাই মূল্য বেকারত্ব জ্বালা সদা ভোগে,
মূর্খেরদল হয়ে প্রধান পান্ডা শাসন করে দেশকে ।
দুনম্বরী করে জুটিয়ে মাসিক মাইনের চাকরী ,
সেই অহমিকায় মাটির উপর পা পড়েনা তারি ।
যাবেনা দিন বহাল তবিয়তে এই ভাবে কারুরই ,
একদিন ফাঁদে পড়লে পা বেরোনার পথ নাই ওরই ।
*******************
রাত্রি - ১০ :১২ মিনিট ।
২২ / ০৫ / ২৪ বুধবার ।
কোলকাতা ।