এসেছি একা যাবোও একা ,
ভয় কিসের থাকতে একা ?
বাঁচবো একা চলবো একা ,
মনটা থাকে সদাই বোকা ।
চোখ মুদলে সবই ফাঁকা ,
তাইতো সদাই একা একা ।
ভবে এলাম কোথা থেকে ,
কবে আবার যাবো যে কে !
ভাবলে এসব অবাক লাগে ,
এসব উদাস ভাবনা জাগে ।
তাই উদাস মনের এই আশা ,
শুধু একটু আশা একটু ভালোবাসা ।
প্রেম সোহাগে বাঁধবো একটি বাসা ,
একান্তে আপন ছায়া পুরবে মনোআশা ।
জীবনের নাট্যশালায় প্রবেশ ও প্রস্থান ,
কখন কে জন্মে কখন কার জীবনাবসান ।
এপারেতে ডাকে আয় ওপার করে আহ্বান ,
কোন পারে সুখ শান্তি জুড়াবে মন প্রাণ ।
***************
সকাল - ১০ : ৫৫ মিনিট ।
১০ / ১১ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।