কত যন্ত্রনা সয়ে মা আমারে আনলেন ধরায়
                        দেখিয়েছেন পৃথিবীর এই আলো ,
মা যদি না বাসতেন ভলো
                       কে বাসতো বল আমায় ভলো  ।

তুমি আমায় শিখালে মা
            হাঁটতে চলতে কথা বলতে  ,
তুমিই আমায় শিখিয়েছো মাগো
              সবাই কে ভালোবাসতে  ।

আমার যখন কষ্ট পাই মাগো
            তুমিও মনে মনে কতই কষ্ট পাও ,
আমায় সুখী দেখলে মাগো
              তুমি কতই মনে কতই সুখী হও ।

আমার সুখে তুমি সুখী
              আমার  দুঃখে হও দুঃখী ,
তোমার মতো ভালোবাসতে
                আর অপর কেউ পারে কি ?

আমার মনের যত কথা
                বুঝে পারো আগে তুমি ,
তোমার মতো কে আর আপন
                শুধু তুমি ই  আমার জননী  ।

           **************
সন্ধ্যা - ৫ : ০০ টা।
১২ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।