একি অপরূপা সাজে তুমি সাজিলে প্রকৃতি ধরনী ,
ফুলে ফলে কাদা মাটি জলে সবুজে সবুজে সাজাও বনানী ।
আসমানে সাদা কালো মেঘ ভাসে যেন ডানাকাটা পরী ,
নদীবুকে ঢেউ খেলে উথাল পাথাল লহরীর 'পরে লহরী ।
গাছভরা ফল ফুল দীঘিভরা কালো জল সোহাগেতে টলটল ,
তারি মাঝে মীনদল খেলিছে ছিটায়ে জল পানকৌড়ী ডুবে অবিরল ।
ছোটনদী চলে বয়ে বনবীথি পর্বত বেয়ে কোথা কোথা চলে ধেয়ে ,
দেশ নগর শহর সমভূমী মালভূমী কত জানা অজানা পথ বেয়ে ।
শিরোপরে নীলাকাশে ভাসে সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ সদা সর্বদাই ,
পশ্চিমী আকাশে সূর্যদেব বৃষ্টি শেষে রামধনু সাতরঙে সাজালো তোমায় ।
শিরোপরে কালোমেঘ বাতাসে উড়ায় দেখ বাবরি কাটা এলোমেলো চুল ,
গলে দোলে সাতনরী হার দুকানে দুলায় কনক চাঁপার ঝুমকো দুল ।
সবুজ বনানীকে সাজাও তুমি মহীরূহ বৃক্ষলতা পাতা ফলে ফুলে ,
প্রেমের তটিনী 'পরে সোহাগে শরমে ভালোবাসার বারি উথালে পাথালে ।
নদী তীরে নীর উপরে মৎস্যভোজী সারাক্ষণ বসে থাকে ধৈর্য্য ধরে ,
অনুক্ষণ ধৈর্য্য ভরে মৎস্য ধরে চঞ্চু করে দীর্ঘক্ষণ নিরিক্ষণ করে ।
রূপসী ধরিত্রী তোমার কী অপরূপ রূপ লাবন্যে আমরা হয়েছি হন্যে ,
সবারে ভুলাও তোমার অপরূপ রূপরাশি সদাই ভেসে বেড়ায় নয়নে ।
***********************
রাত্রি - ৮ : ৫৫ মিনিট ।
৩১ / ০৫ / ২৩ বুধবার ।
মেদিনীপুর = মেদিনীপুর ।