মিথ্যা চক্র চলছে দেশময় ঝড় গতিতে ধায় ,
সত্যের প্রকাশ কিন্তু চুপিসারে ধীরগতি হয় ।
হৃদয়ের বিনিময়ে হৃদয় অর্থের বিনিময়ে নয় ,
ভালোবাসায় জাগে আশা মিথ্যা প্রলোভনে নয় ।

নেতাদের ভাষন নিত্য নূতন বহূরূপীর মুখোশ ,
ভোল পাল্টায় নিত্য নাই মান সম্মান লজ্জাবোধ ।
নির্বিবাদে ছড়ায় কথার নূতন ফুলকি বড়ই নির্বোধ ,
জনতা জনার্দন মনে ভাবে তারা নেতা কি সুবোধ ।

দুর্নীতি ছাড়া না চলে রাজনীতিতে কোন দেশ ,
নেতাদের দুর্নীতির গল্প হয়না তো কখনো শেষ ।
দুর্নীতি রাজনীতি তথা কূটনীতির কথা অশেষ ,
ব্যবসায় বাজারে দেশের অভ্যন্তরে দুর্নীতি বিশেষ ।

চার দেওয়ালের মধ্যে সংসারেও রাজনীতি ,
দেশে সমাজে সম্পর্কের মাঝে সর্বত্র দুর্নীতি ।
দুর্নীতিতে চলে জনগন সমাজের রীতি নীতি ,
দুর্নীতির জন্য দেশে বিদেশে চলে কূটনীতি ।

কূটনীতি ছাড়া চলেনা আভ্যন্তরীন আদান প্রদান ,
কূটনীতি বিনে বিদেশে চলেনা রাজনীতির বিধান ।
কূটনীতি রাজনীতির  প্রাথমিক শ্রেষ্ঠ্ অঙ্গ প্রধান  ,
কূটনীতি দ্বারা চলে দেশ বিদেশে আভ্যন্তরীন যোগান ।