শহর এলাহাবাদ নাম  ,
সেথায় প্রয়াগ তীর্থধাম ।
বার বৎসর অন্তর মেলা ,
মেলার নাম কুম্ভ মেলা ।

সেথায় হয়েছে ত্রিবেণী সঙ্গম ,
গঙ্গা যমুনা সরস্বতীর মহামিলন ।
বেগবতী পুন্য সলীলা তাহে মগন ,
হেথা সরস্বতী নদী অন্তসলীলা হন  ।

হেথায় হিন্দুদের ধৰ্মীয় পুন্য স্থান ,
আধ্যাত্মিক সন্তুষ্টি আশীর্বাদ গ্রহণ  ।
অসংখ্য পুণ্যার্থীর হেথায় আগমন ,
সাধু সন্ন্যাসীদের মেলায় আকর্ষণ ।

তিনমাস কালীন মেলার আয়োজন ,
সেথায় অসংখ্য ভক্তবৃন্দের আগমন ।
প্রয়াগ ধামের পাশে মেলার উদ্ভোদন ,
লখ্যাধিক ভক্তবৃন্দের মেলাতে দর্শন ।

হেথা গঙ্গা যমুনা সরস্বতী বয়েচলে নীরবধি ,
পুন্যস্নানে আসে নিত্য কতশত তীর্থযাত্রী ।
প্রয়াগধামে  মেলা চলে তিনমাস অবধি  ,
মহাকুম্ভ মেলা প্রয়াগে তিনমাস স্থিতি  !

            ************
বেলা - ১১ : ৩০ মিনিট ।
১৩ / ১২ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর ।