এসো মা দুর্গা হানো দুর্জনে ,
হাতে স্টেথো অনল ত্রিনয়নে ।
ফিরিয়ে দিয়েছে সবে অনুদান,
পুজিবে জগত ফুল ও চন্দনে ।
নূতন সাজ পরিবেনা সবে ,
ঘরের দুর্গা সয়েছে নীরবে।
হাতে সবার মোমের বাতি ,
দখল লয়েছে আঁধার রাতি ।
অন্তরীক্ষ হতে দেখ মা প্রভাতী,
দেখ চেয়ে আজ সবাই যে কাঁদি ।
খোলে বিভাবরী আঁখি খোলে তার ,
প্রতিবাদ রজনী জাগিছে এবার ।
ভূবনে ছড়াল জাগরণ আবার ,
সূর্য স্নাত হলো সবে এবার ।
স্বপ্নের বেড়াজালে স্বপ্নের চাষ,
কুহেলিকা আচ্ছন্ন অসার সমাজ ।
বিবেকের সঙ্গীতে বাজে করুণ আওয়াজ ,
দুর্নীতির ঢেউয়ে ভাসে আজ অসার সমাজ ।
************
বেলা - ১১ : ৪০ মিনিট ।
১৩ / ০৯ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।