একটা কথা কথার কথা কথায় কথা বাড়ে বড় ,
কথার মারেই মরে বাঁচে কথার মারেই জড় ।
সত্যি কথা বলতে গেলে সাহস যে সৎ চাই ,
মিথ্যা কথা মিথ্যাভূষণ বলতে সাহস নাই ।
কথাই শক্তি কথা ভক্তি কথাই ভালোবাসা ,
কথার প্যাঁচে মানুষ মরে কথাই সর্বনাশা ।
কথায় যুক্তি করে প্রতিবাদ কথাই ভরসা ,
কথার মধ্যে স্নেহ মমতা প্রেম ভালোবাসা ।
বড় কথায় ছোট কথা কথায় উচ্চ নিচ হয় ,
কথাই বোঝা যায় ভদ্র অভদ্র নিচ পরিচয় ।
কথায় কথায় দোষের কথা কথায় বিপদ ঘোর ,
কথা দিয়ে সর্বশান্ত কথা দিয়েই বিপদ
নাশে তার ।
কথায় মরে কথায় বাঁচে কথায় মানুষ চেনা যায় ,
কথা বললে আপনি মরে জগৎ নয় তারই দায় !
কথার দ্বারা হৃদয় কাড়ে কথায় বলে জীবন বাঁচায় ,
কথা না বুঝে বললে কথা নিজের হয় প্রাণ সংশয় !
বেফাস ফালতু মানুষ যারা তাদের কথার মূল্য নাই ,
কথা দিলে কথা রাখা সে ভদ্রতা জানা নাই !
কথার মারে মরমে মরে কথারএরই আঘাত পায় ,
মিষ্টি মধুর কথা শুনলে সবার প্রাণ মন জুড়ায় !
**********
বিকাল - ৩ :১৫ মিনিট !
২৫ /১২ /২৪ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !