রাজনীতি সংসার প্রীতি দুয়েরই আলাদা বসতি ,
যদি থাকে প্রেম পিরিতি জীবনে হবে সুখ সম্প্রীতি ।
সবার উপর যদি থাকে সম্প্রীতি তবেই হয় রাজনীতি ,
হইলে উদার মনোবৃত্তি সমদৃষ্টি সম্পন্ন দেশের পরে ভক্তি ।
সন্তান বড় করবে লেখা পড়া শিখাবে স্বপ্ন দেখে কৃষকরা ,
বিছানায় শুয়ে রাত্রে কতই সুখ স্বপ্ন কল্পনা করে মনে তারা ।
সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যারা ,
শুধু স্বপ্নই দেখে রাজনীতির সমুদ্রের ডুবে তারা পায়না কিনারা ।
সাজা পায় জনগণ কেবলই নেতাদের খামখেয়ালির দোষে ,
চর্ব চষ্য লেহ্য পেয় ভোজন করে তারা জনগনের পাশে বসে ।
জনগণ দেশের অভাব অনটন দুঃখ কষ্ট তাদের মনে না পশে ,
নেতাগিরি করে তারা ঘুরে ঘুরে দেখে শুধুই সঙ্গ সেজে সেজে ।
তারা কেবলই চাঁদা চাঁদা করে জীবনটা হাঁস ফাঁস দেয় করে ,
ঘরে বাইরে দেখা হলেই কেবলই টাকা দাও টাকা ফান্ডের তরে ।
ঘরে বাইরে চাঁদা চাঁদার চাপে বয় নাভিশ্বাস দেয় দম বন্ধ করে ,
চাঁদার চাপে হয়না খিদে গ্যাস অম্বলে সদাই পেট থাকে ভরে ।
স্বজন গরিব যারা কতই না কষ্ট করে তারা সন্তান মানুষ করে ,
ভবিষ্যতে যদি পায় একটা চাকরি এই আশাতেই মনে ধৈর্য ধরে ।
তাদের এতো আশা দুরাশা হয় যখন তখন তাদের হৃদয় বিদরে ,
যে আশা বুকে বেঁধে তারা স্বপ্ন এঁকেছিল গহীন অন্তরের ভিতরে ।
****************
সকাল - ১১ : ৩৪ মিনিট ।
১৩ / ১১ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।