বই পড়ার ও খেলার অভ্যাস গেছে চলে ,
মুখ গুঁজে থাকে মুঠো ফোন আর টিভি খুলে ।
ভাইয়ে ভাইয়ে হৃদ্যতা গেছে চলে ,
কেউ কারুর বিপদে সম্পদে না মিলে ।

পায়ে হেঁটে কেউ চলে না আর ,
মোটর বাইকে গাড়ীতে করে বিহার ।
সিমিত খাদ্যে রুটিন বাঁধা তাই ,
তাতেও শরীরে মেদ বাড়ে সদাই ।

ঘি মাখন খাওয়া দিয়ে ছেড়ে  ,
গুমটির তেলেভাজা চপে মন ভরে ।
ছেড়ে  পিতল কাঁসার বাসন ,
কাঁচঞ ফাইবারের বাসনে ভরেছে মন ,

কারুর মনে নাই শান্তি সুখ ,
সর্বদাই অশান্তিতে ভরেছে বুক  ।
অতিথি অভ্যাগতের করেনা আহ্বান  ,
ধর্ম কর্ম সত্যকে করেনা সম্মান  ।

  ***************
সন্ধ্যা - 7 : 28 মিনিট ।
02 / 09 / 23 শনিবার ।
কোলকাতা ।