আপন লোক পর হয়েছে ,
অপরেরা হয়েছে আপন ।
বন্ধু স্বজন অচেনা হলো ,
চিনতে না পারে এখন ।
মানুষের মাথায় চুল কমলো ,
টাঁক পড়েছে মাথায় ।
রাতের ঘুম পালিয়ে গেছে ,
রাত জেগে কাটে কাল ।
ভালোবাসা উবে গেছে ,
কৃত্তিম ভালোবাসাতে মাতাল ।
ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নেই আর ,
অবিশ্বাসে সংসার হয় ছারখার ।
অর্দ্ধনগ্ন পরিধেয় করে ঘোরা ফেরা ,
লাজের মাথা খেয়ে হয়েছে লজ্জাছাড়া ।
আত্মমর্য্যাদা সম্মানের নাই বালাই ,
তারাই অহংকার দর্পে মত্ত সদাই ।
জন্মনিয়ন্ত্রনের করেছে আইন ,
দুইয়ের অধিক নয়কো তিন ।
বাড়ীর খাবার লাগেনা ভালো ,
হোটেল রেষ্টুরেন্টে খেতে চলো ।
**********
সন্ধ্যা =৭ :২৮ মিনিট !
০২ / ০৯ / ২৩ শনিবার !
কলকাতা !