মা আমার লক্ষ্মী মাগো অঙ্গ ঘিরে দিমু বসন ,
এসো মা আমার ঘরে সাজাবো তোমায় দিয়ে ভূষণ ।
পান সুপারী পঞ্চপল্লবে ঘট সাজায়ে মাগো করি আহ্বান ,
ঘটেতে আসিয়া মাগো তুমি হও অধিষ্ঠান ।
পুষ্পচন্দনে ধূপ ধূনা দীপ জ্বেলে পূজিগো তোমায় ,
ফল মূল পায়েস নৈবিদ্যসাজিয়ে নিবেদি তব ঠাঁয় ।
কোজাগোরী পূর্ণিমা নিশিথে ষোড়ষপ্রচারে তোমার পূজা হয়,
ধূপ দীপ ঘৃত বাতি জ্বেলে সন্ধ্যা আরতী করি গো তোমায় ।
দীন হীনে কর দয়া ওমা কমলবাসিনী নারায়ণী ,
বৈকুন্ঠে হতে তুমি মাগো আজি মর্ত্তে এসো নামি ।
সবাই উপসি মাগো তোমা লাগি জাগে যামিনী ,
ভক্তিভরে নিষ্ঠা করে তোমায় করে আহ্বান নারায়ণী ।
বিশ্বেশ্বরী নামে খ্যাত তুমি দেবলোকে হও মা কাত্যায়নী,
মহালক্ষ্মী নামে হর সর্বরোগ
ব্যধি ক্ষয় কর মা ভবানী ।
বিশালাক্ষী নামে তব হয় ভবরোগ দুঃখ কষ্ট বিনাশিনী ,
হরিপ্রিয়া নামে খ্যাত জগৎমাঝারে তুমি মা আনন্দিনী ।
স্বর্গলক্ষ্মী নাম তব হয় স্বর্গধাম আবাসে ,
মরূত্তে মর্ত্যলক্ষ্মী নামে হও মা গৃহস্থ বসবাসে ।
বৈকুন্ঠে বৈকুন্ঠপ্রিয়া আদরিনী নারায়ণ সকাশে ,
কৃষ্ণপ্রিয়া নামে প্রকাশিত তুমি মাগো ত্রিধাম প্রকাশে ।
কমললতিকা তুমি মাগো কমলেবাসিনী সনাতনী ,
দীনে হীনে কর কৃপা তুমি মাগো সত্যনারায়নী ।
*****************
রাত্রি - ৮ : ৩০ মিনিট !
২৮ /১০ / ২৩ শনিবার !
কলকাতা !