জনক নন্দিনী সীতা শ্রীরাম ঘরণী ,
দশরথ পিতা যার কৌশল্যা জননী !
দশরথ পুত্র রাম অজ রাজার নাতি ,
অজ রাজার পিতা রঘু রামচন্দ্র তাঁর পূতি !
অযোধ্যার রাজা দিলীপ সূর্য বংশ মানি ,
সূর্য বংশীয় শেষ রাজা অযোধ্যায় রাম রঘুমনি !
দশরথের তিন মহিষী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা জানি ,
দশরথের চারপূত্র লক্ষণ ভরত শত্রুঘ্ন রাম গুনমনি !
রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন দশরথ নন্দন ,
ভাতৃ প্রেমভক্তি চার ভ্রাতাগনের অচ্ছেদ্য বন্ধন !
রাজমহলে তিনমাতা সহ ভ্রাতাগন আনন্দে মগন ,
হেনকালে মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ী বাধায় অঘটন !
রামরাজা হওয়ার কালে কৈকেয়ী তখন ,
ধুলায় লুন্ঠিত হয়ে আলু থালু কেশে করেন ক্রন্দন !
কৈকেয়ীর হেরিয়া রাজা দশরথ জিজ্ঞাসেন তখন ,
কিহেতু ক্রন্দনরত রানী কহ মোরে তার বিবরণ !
মহারাজ আপনি যখন ফোঁড়ার যন্ত্রনায় ছিলেন অচেতন ,
সেসময় পুঁজ রক্ত সাফ করে সেবা করেছিলাম তখন !
সেবায় সন্তুষ্ট হয়ে আপনি বরদানে শপথ করেন গ্রহণ ,
সেইসময় আপনি দুটি বর দানে
হলেন প্রতিজ্ঞা বন্ধন !
বচন শুনিয়া রাজা বলেন কি বর
চাও বল এখন ,
কৈকেয়ী মাতা বলেন মন দিয়ে শুন হে দুই বরের কথা রাজন !
এক বরে চৌদ্দ বৎসর শ্রী রামচন্দ্রে দাও নির্বাসন ,
দ্বিতীয় বরে মম পুত্র ভরতকে
বসাও সিংহাসন !
********
বিকাল - ৪ : ২২ মিনিট !
১১/ ০৭ /২৪ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !