কবি মন চঞ্চল করে  টলমল ,
পেলে ভাব ভাষা দিয়ে হয় উজ্জ্বল ।
কবিতা কবিকে খোঁজে হয়ে উন্মন ,
শব্দকে ভাষা দিয়ে করে অঙ্কন ।

ছড়িয়ে ছিটিয়ে রয় অগুছালো হয়ে  ,
পড়ে রয় যদি শব্দ  সারা  মন ছুঁয়ে ।
গুছিয়ে রাখলে তারে যত্ন সহকারে ,
বল কত স্বরলিপি সৃষ্টি হয় কি প্রকারে ।

কবিতার মধ্যে কাব্য থাকে জড়িয়ে জীবন,
কখনো ভেবেছো কিতা কবিতারও আছে মন ?
কবিতা কাব্য নিয়ে ভাবি মনে সদা সর্বক্ষণ কবিতা জড়িয়ে আছে আমার সারাটি জীবন ।

কবিতার মধ্যে কাব্য সদাই করে বিচরণ ,
ভাষা শব্দ ছন্দ দিয়ে কবিতার গড়ে দেহ মন ।
তখনই সুন্দরী মানি কবিতারানী হয় যখন,
কবিতাকে ভালোবাসে সবে দিয়ে প্রাণ মন ।

যুগ কাল সময় ধরে সাজে কবিতা সুন্দরী,
অপরূপা রূপসী সাজে সেযে আহা মরি মরি ।
মন প্রাণ করে হরণ সে সর্বক্ষণ সর্বকাল ধরি ,
এসো প্রাণ প্রিয়া  হয়ে ওগো ও কবিতা সুন্দরী ।

       ******************
রাত্রি -- ৯ : ০৬ মিনিট !
০৩ / ০৮ / ২৩ মঙ্গলবার ।
কনকর্ড = আমেরিকা ।