কবিতা উর্বশী তুমি আমার কবি মনের প্রেয়সী ,
তুমি আমার শ্রেয়সী আমি তোমায় ভালোবাসি ।
তুমি আমার আঁধারের আলো মনের মাধুরী ,
তুমি নীল আকাশের চাঁদ আমার মনের আদুরী ।
ফাগুনে বসন্ত হাওয়া মনে কর আসা যাওয়া ,
রাঙিয়ে দাও আমার হৃদয় রঙিন প্রেমের ছোঁয়ায় ।
তোমার প্রেমে হাবুডুবু মনের দুকূল ছাপিয়ে কভু ,
খুঁজি তোমায় মনে মনে মন রাঙিয়ে দাও তবু ।
তুমি মনের গভীরে মনোরমা তুমি যেগো অনুপমা ,
তোমার হৃদয় মাঝে ভেবে ভুলে থাকি সব যন্ত্রণা ।
তুমি সদানন্দময় তোমায় বুকে পেয়ে আনন্দ হয় ,
তোমায় নিয়ে থাকি সদাই ভাবি মনে শুধু তোমায় ।
তুমি মোর শৈশবের মাতৃক্রোড় কৈশরের দুরন্ত ঝটিকা ,
যৌবনের উপবন বার্দ্ধক্যের বারানসীর পথ প্রদর্শিকা ।
তুমি আমার জীবনের শেষ সহযাত্রী জীবন পথের সঙ্গিনী ,
তাইতো তোমার প্রেমের অতুল ঐশ্বর্য্যে আমি বিবাগিনী ।
তুমি স্বর্গের ঊর্বশী অম্বা অম্বালিকা মেনকা রম্ভা অপ্সরী ,
তোমার রূপেতে মন দিয়ে আমি যত যন্ত্রণা পাশরী ।
********************
রাত্রি - ৯ : ২০ মিনিট ।
১২ / ০৮ / ২৩ শনিবার ।
ইঞ্চনাও = সুইজারল্যান্ড ।