লিখে যাই শান্তি পাই ,
যা যা মনে পড়ে তাই ।
আমাকে কবি বলে সবাই ,
তাই লিখি কবিতা ভাই ।

কবিতাকে সুন্দরী সাজাই ,
ছন্দ লয় মাত্রাতে গুছাই ।
কবি আমি কবিতা লিখে যাই ,
কবি আমায় বলে সবাই ।

কোথা যে শব্দ খুঁজে পাই ,
তাই হেথা হোথা খুঁজি তাই ।
শব্দের ঝংকারে কবিতাকে খুঁজে  পাই ,
সুন্দরী কবিতার পাশে বসে তাই ।


কাব্যওছন্দে মন ভরে উঠেতাই,
মাত্রাও লয়ে কবিতার মন পাই।
কবি আমি কবিতাকে ভাবিতাই,
কবিতার প্রেমে পড়ে হাবুডুবু খাই ।


কবিতা ছাড়া মনে কারো ঠাঁই নাই ,
তাই কবিতাকেই মনে মনে ভেবে যাই ।
কবিতা মনহারিনী সদা তাকে চিন্তি তাই,
হয়তো কবি ছাড়া কবিতা কেউ ভাবে নাই ।

         ***************
রাত্রি - ৯ : ১০ মিনিট ।
০১ /০৫ /২৪ বুধবার ।
কোলকাতা ।