জঠরে ধরিনি আমি হৃদয়ে রয়েছো তুমি বটে ,
মনের গহীনে গোপনে রয়েছো হৃদয়ে প্রেক্ষাপটে ।
ভাষা ছন্দ মাত্রা দিয়ে সাজায়েছি তোমায় প্রেয়সী ,
গোপনে বেসেছি ভাল হৃদয়ে রেখেছি তোমারে উর্বশী ।
তুই যেরে মোর যৌবনের উপবন বার্দ্ধ্যকের বারাণসী ,
তোরে হৃদিমধ্যে জড়িয়ে রেখে আমি যে কত খুশী ।
তুই যে আমার অন্তরের অন্তস্থল বৈভবের অনুভূতি ,
তুই যে আমার জন্ম জন্মান্তরের জীবনের প্রিয় সাথী ।
তুই যে আমার গুপ্তমনের বহিঃপ্রকাশের উন্মোচন ,
তুই যে আমার নিত্য সাজ সজ্জার আনন্দ নিকেতন ।
তুই যে আমার মত্ত মনের হারিয়ে যাওয়ার অন্ধকারে দিশা ,
নিত্যদিনের সন্ধ্যাতারা ও শুকতারার নয়ন অভিলাষা ।
তুই যে আমার হতাশ মনে সাড়া জাগানো মরু তৃষা ,
আমার মনের গভীরে কাঙ্খিত আনন্দ মাখা ভলোবাসা ।
হিয়ার মধ্যে জন্ম নিয়েছিস বাহিরেতে রূপসী অনন্যা ,
জন্ম যে তোর ক্ষণে ক্ষণে বুকে জন্মিলি রূপসী কন্যা ।
মনের গোপনে পেয়েছি যে তোরে কত সাধনার ধন ,
হৃদয় মাঝারে রাখিব যতনে ওরে মোর স্নেহের রতন ।
হৃদয় মাঝারে পেয়েছি গোপনে হৃদয়ে রেখেছি ধরিয়া ,
তুই যে আমার স্বপন চারিনী নিলিযে হৃদয় গোপনে হরিয়া ।
**************
বিকাল- ৪: ৩৪ মিনিট ।
১৮ / ০৫ / ২৩ বৃহস্পতিবার ।
কোলকাতা ।