কবি গুরু সবার গুরু
              ওহে নক্ষত্র দিবাকর ,
তোমারে শ্রদ্ধাঞ্জলী জানায়
       জন্মদিনে যতেক ভাস্কর ।

২৫ শে বৈশাখ আজি
           এই পবিত্র পুন্যদিনে ,
জন্মছিলে কবি তুমি
      ঠাকুরবাড়ি জোড়াশাঁক গ্রামে ।

পিতার নাম হয় তব  
             মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর ,
জন্ম কবি তোমার
               বিখ্যাত ঠাকুর পরিবার ।

জন্মগ্রহন করেছিলে
              ইং ৭ই মে -১৮৬১ সালে ,
বাংলার ২৫ শে বৈশাখ
                ১২৬৮ বঙ্গাব্দ বলে  ।

মহাপ্রয়ান হয় বাংলা
           ৭ইআগষ্ট১৯৪১সনে,
বাংলার ২২ শে শ্রাবণ
           ১৩৪৮ বঙ্গাব্দের  ক্ষনে ।

আজি তোমায় শ্রদ্ধাঞ্জলি দিই
            তোমারই কবিতায় সঙ্গিতে ,
তোমাকে জানাই প্রনাম
            তোমার জন্মদিনেতে।
          ******
দুপুর - ১: ২০ মিনিট !
০৭ /০৫ / ২৪ বুধবার !
কোলকাতা !