আমি নাকি মহাকবি পাড়া পড়সি কয় ,
            কবি হতে হলে জ্ঞান বুদ্ধি রাখতে হয় ।
কবি হওয়া নয় মুখের কথা যদি  না জ্ঞান রয়,
              কবি হতে গেলে ভাষাজ্ঞান থাকতে হয়।

কবি মনের ভাষা যে না বুঝতে পারে,
             কবিকে "মহাকবি" বলে গাল পাড়ে।
তাতে কি মনের আবেগে আটকানো যায়রে,
           মুখে বলে "মহাকবি " নীচ মন প্রকাশে সে ।

কবিতো কবিই হয় "মহাকবি" নয় ,
            কাকে যে কি বলে তা সঠিক জানতে হয় ।
কবি হওয়ার যোগ্যতা সবারই কি হয়,
               কবি তো কবিই হয় "মহাকবি" নয়  ।

প্রথম জীবনে কবি কালিদাস
                         ছিলেন অতি মূর্খ  ,
স্ত্রী বিদ্যাবতী করেন অপমান অজ্ঞ ,
       অপমান হয়ে তিনি হনন করতে যান আত্ম ।

তখন সরস্বতী করেন বর
প্রদান,
                 আত্ম হনন মহাপাপ কর বর গ্রহন।
সেই হতেই তিনি কবি কালিদাস নামে মহান,
                  সরস্বতীর বরে তিনি কবি কালিদাস হন  ।

               **************
রাত্রি - ১০ : ৪৪  মিনিট ।
০৪/০৮/২৪ রবিবার।
কোলকাতা।