কাঁদছো কেন খুকুসোনা
             নয়ন কোনায় জল ,
কাঁদো কাঁদো মুখখানা তোর
               আঁখিদুটি ছলছল ।

খুকুসোনা কেঁদোনা আর
               ধরনা আমার হাত,
হাতটি ধরে চলনা খুকু
                চলরে আমার সাথ ।

খুকুরে তুই এ সংসারে
              আশায় বাঁচার প্রাণ ,
সোনা মুখটি হেরলে পরে
               ভুলি যত অভিমান ।

খুকুর আমার নুপুর বাজে
                রুনুর ঝুনুর পায় ,
আয়রে আমার খুকু সোনা
                 আমার বুকে আয় ।

মুখখানা তোর দেখলে
                যত কষ্ট ভুলে যাই ,
ঘর আলো খুকুসোনা
             পরশে আঁধার ঘুচায় ।

          ❤❤❤❤
বিকাল - ৪:২৩ মিনিট !
১৯ / ০৩ / ২৪ বুধবার !
কোলকাতা !