অ -এ অজগর আসছে ওই রে
বয়স সবার বছর বছর বাড়ে যেরে ।
আ- এ তোতাপাখী গাছের ডালে
তোতার কথায় মন যায় ভুলে ।
ই - এ ইষৎ উষ্ণ গরম জলে
স্নান সেরে পূজোর ফুল তুলে ।
ঈ - এ ঈগল পাখী উড়ে নভোনীলে
ঈগলের নজর ভাগাড়ের তলে ।
উ - এ উট মরুভূমিতে চলে
তাই উটকে মরুভূমির জাহাজ বলে ।
ঊ - এ ঊষায় উদয় তরুন তপন ,
ফুলে ফুলে মধূপ তুলে গুঞ্জন ।
এ - তে এক এক্কে এক হয়
নামতাতে ডাকে ছাত্রয় ।
ঐ -তে ঐরাবৎ ঘোরে বনময়
গজের পিঠে মাহুত রয় ।
ও -এ ওল খেলে গলা ধরে
টক দিয়ে ওল মাখ ভালো করে ।
ঔ - এ ঔষধ খাও সময় মত ,
না খেলে অসুখ সারবেনাতো ।
**************
রাত্রি - ৮: ২৮ মিনিট ।
২৭ / ০২ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।