আমি কে ? কে আমি ? কঃ অহম ?
আমি আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাবো ।
পরমাত্মা হতেই এসেছি পুনঃ পরমাত্মাতেই ফিরে যাই দেহান্তে ।
আমি ব্রহ্ম আমার জন্ম বা মৃত্যু নাই ।
আমি অবিনশ্বর -পরমব্রহ্ম ।
দেহান্তে পরমরন্ধ্র দিয়ে নির্গত হয়ে আবার পরমাত্মায় মিলে যাই ।
প্রত্যেক আমিতেই আমি বিরাজমান ।
ব্রহ্ম শিব - শিব জ্ঞানে জীব সেবাই আমার কর্ম ।
যত্র জীব তত্র শিব ।
তাই আমি আমার কল্যানেই প্রত্যেক জীবের দেহে প্রবেশ করি ।
আবার সেই ব্রহ্মে বা পরমাত্মায় ফিরে যাই দেহাবসানে ।
আমি যুগ যুগ ধরেই এইভাবেই সমগ্রের মাঝে বিরাজিত ।
আমি অদৃশ্য ।আমার জন্ম বা মৃত্য কিছুই নাই ।
আমি অদৃশ্য আমাকে ধরা বা ছোঁয়া যায় না ।
আমি সর্বত্রই বিরাজমান ।
ব্রহ্ম থেকেই আমি আসি আবার তথায়ই ফিরে যাই ।
আমার কোন আকার নাই ।
আমি নিরাকার । অবিনশ্বর !
****************
রাত্রি -১১ : ৩০ মিনিট !
২০ /০৭ /২৩ বৃহস্পতিবার !
কনকর্ড = ( শার্লট -আমেরিকা )
কবি নজরুল ইসলাম খানের কবিতার মন্তব্য করতে গিয়ে এই কবিতাটি তাঁকেই উৎস্বর্গ করলাম )!