সময়ের স্রোতে ভেসে চলে হায়রে জীবন তরী ,
কে ধরিবে হাল উড়াবে কে পাল আছে কে কান্ডারী ।
জীবন তরীর নাই খেয়া ঘাট কোথায় নাওয়ের মাঝি ,
কখন কোথায় নাও যে ভিড়ায় সময়ের খেয়ায় আজি ।
খেয়া তরীর নাইরে নোঙর কোথায় বেয়ে চলে ,
সেথায় খেয়ার পারের নোঙর লাগে খেয়ার পারে এলে ।
খেয়ার মাঝি ডাকে সবে পারে কে কে যাবি আয় ,
লাগেনা হেথায় কানাকড়ি পারে যেতে কিনারায় ।
জীবন তরী যায়রে ভেসে কালের স্রোতে ওই ,
সময় থাকতে কাজ গুছিয়ে পারের সম্পদ বাঁধিস কই ?
সঙ্গে নেরে মাভৈঃ মন্ত্র ডাকে পারের কান্ডারী সেই ,
মাভৈঃ মন্ত্র সঙ্গে যাবে রবেনা ভব যন্ত্রনার কোন ভয় ।
ভবনদীর কান্ডারী হরি ডাকে যেরে ভুল ভবের ভাবনা ,
যখন আসবে শমন বাঁধবে কসে কারো কথা শুনবেনা ।
চলছে ভেসে জীবন তরী কালের স্রোতে থামবে না ,
জীবন তরী ভিড়বে কোথায় কেউতো তা' জানেনা ।
তোর জীবন তরী ভেসে চলে ঝড় তুফানে থামেনা ,
সময় এলেই থামবে তরী যেথায় পারের ঠিকানা ।
খেয়ার পারে নিয়ে যাবে সেই মাঝিকে কেউ দেখেনা ,
তার আশাতেই বসে সবাই কখন আসবে কেউ জানেনা ।
*********************
সন্ধ্যা - 6 : 01 মিনিট ।
27 / 02 / 24 মঙ্গলবার ।
কোলকাতা ।