টাকা পয়সা পরমার্থ আত্মীয়র নাই দাম ,
লোভ লালসাই মোক্ষম হেথা মানবতার নাই মান ।
পাহাড় প্রমান  আকাঙ্খা  সে যে অল্পেতে ভরেনা মন ,
অপরের সুখে নয়তো সুখী লালসায় লোভে হয়ে মগন ।

লোভ লালসা জাতি ধর্ম নির্বিশেষে অহরহ ছড়ায় বিষ ,
গদির লোভে লুটছে ফায়দা লুটছে তারা অহর্নিশ ।
মাদক দ্রব্য নারী ওদের সবার পাথেয় নিরামিষ ,
লুটের নেশায় মগ্ন সদা নারী মাদক বিনে অচল অহর্নিশ ।

দুর্লভ মনুষ্য জীবন করেনা তারা সৎকর্ম ,
আমৃত্যু করে চলেছে ওরা অধর্ম অসৎকর্ম ।
ওদের নেইকো জননী ভগিনী জ্ঞান করে অপকর্ম ,
ছিনতাই রাহাজানি নারী পাচার এটাই ওদের কর্ম ।

ওদে নাইকো ধর্ম কালাকাল সম্পর্কের বিচার   ,
নিজেদের সুখ স্বার্থ লাগি সদাই করে অনাচার ।
নাইকো ওদর মা বোন জ্ঞান না আছে ধর্ম জ্ঞান ,
শুধু লালসার হ্রদে অবগাহন করে সুখ করে সারাক্ষণ ।

জানেনাকো ওরা সত্যি মিথ্যা চিন্তেনা ভবিষ্যৎ ,
শুধু জানে লোভ লালসা মিটাতে আপাতঃ মধুর পথ ।

             *****************
রাত্রি - ৮ : ৪৮ মিনিট ।
৩১ / ০৫ /২৪ শুক্রবার ।
কোলকাতা ।