ভবেরই  এই খেলাঘরে ,
খেলনা নিয়ে খেলাকরে ।
কেউ ঘাটে কেউ হাটে ,
কেউ আবার পাথর কাটে ।

কেউ বসে বটের ছায়ায় ,
কেউ বসেঐ বাঁশী বাজায় ।
ছেলেরা খেলে বটের ছায়ায় ,
পথিক বসে বটের তলায় ।

মাঠের কাজে কেউ বা খাটে ,
কেউ আবার চড়েছে বোটে ।
ছেলেরা সব খেলার মাঠে ,
ঠানদিদি বসে চরকা কাটে ।

কেউ যাচ্ছে জাহাজে জলে ,
জেলেরা মাছ ধরে জ্বাল ফেলে ।
বাঘ সিংহ জন্তু বেড়ায় জঙ্গলে ,
হনুমান লাফায় গাছের ডালে ।

খেলা ঘরের কতই কাজ ,
এই ভবের খেলা ঘরের মাঝ ।
ভাটিয়ালি গান গায় মাঝি রাজ ,
ঘরে না বসে থাকে মনযে আজ ।

খেলতে খেলতে খেলা ফেলে ,
কেউ আপন ঘরে ফিরে চলে  ।
ফেরার সময় যখন যার হলে ,
একে একে সবাই যায় যে চলে ।

     **************
রাত্রি - ৭ : ৩৫ মিনিট !
২৫ /০৯ / ২৩ সোমবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !