জনগনকে করতে পারলে হাতের পুতুল ,
আছে গুটি কয়েক খয়ের খাঁ 'র দল ,
নিজ স্বার্থ সিদ্ধির তরে চামচাগিরি করে কেবল ,
ভাবে তারাই একমাত্র ভবিষ্যতের সম্বল ।
দেশ জাতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে ,
সব কিছু সকলই যদি যায় যাক রসাতলে ।
যত সব তোষামোদকারীরা সবাই দলে দলে ,
সব ভালো মন্দই তাদের হবে ভোগদখলে ।
নেতাগনের কোথায় কি হবে জেনে কি প্রয়োজন ,
খাই দাই সুখে আয়াসে আছি আনন্দে সদাই মগন ।
ভাগ্যে যা আছে ভাগ্য বিধাতাই তিনিই দেবেন এখন ,
এতো খোঁজ খবর রেখে কি হবে কি আছে প্রয়োজন ।
যেথায় যা কিছু হবে সামলাবে খয়ের খাঁর দল ,
আমার কোন মাথা ব্যাথার কারণ কিবা আছে বল ।
যেথায় যা সই সাবুদ করতে হয় করবো শুধু কেবল ,
বকলমে যত কিছু কাজ হবে সামলাবে আমার দল ।
আমাকে তারা ছায়ার মতো ঘিরে চলে পিছু পিছু ,
মাসিক কিংবা দৈনন্দিন বখরা পাওনা পায় কিছু ।
এইতো খয়ের খাঁ'র দলের পেছনে ঘোরার ফায়দা ,
যদি ভবিষ্যতে কাজ একটা বাগিয়ে নেবার ধান্দা ।
******************
সন্ধ্যা - ৭ : ১০ মিনিট ।
৩০ / ০৫ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।