ভালো আছ ভালো থেকো
তোমায় কেউ করেনি মানা ,
ভালোবাসার ঔষধটা কী
আছে কি তোমার জানা ?
শ্রম কর ব্যাম কর
থাকবে শরীর ভাল ,
পুষ্টিকর খাবার খাবে
স্বাস্থ্য হবে পাবে শক্তি বল
ভালো থেকো সুখে থেকো
মনের স্বাস্থ্য ভালো রেখো ,
সুস্থ মন সুস্থ জীবন
এটাই পরমায়ুর খোরাকো ।
দুদিনের এই জীবনটাকে
সুস্থভাবে কাটিয়ে যাবে ,
একদিন এই নশ্বর জীবন
পঞ্চভূতে লীন যে হবে ।
এই জীবনে কেউ কখনো
হয়নাকো সর্বিসুখী ,
ভুল দোষ ত্রুটি সবারই হয়
কেউই হয়নাকো খাঁটি ।
**************
দুপুর - ২ : ২৬ মিনিট ।
১৮ / ০৩ / ২৪ সোমবার ।
কোলকাতা ।