কাল্পনিক সমৃদ্ধ মনে এঁকেছি তোমার মুখখানি ,
এসেছো কি তুমি সন্তর্পনে তব ঘোমটা খানি টানি ।
ক্ষত বিক্ষত হৃদয় মম বিষাদেতে যায় বিদারিয়া ,
তুমি বুঝি যাবে চলে ঢেকে তোমার কাল্পনিক হিয়া ।

কে তুমি রহস্যময়ী  চরণে নুপুর বাজে রিনিঝিনি ,
তব শিরেতে সুবর্নমুকুট দুই হাতে ঝলকে কিংকিনি ।
দুই নয়নে তব কালো কাজলের অপূর্ব রেখা আঁকা ,
মস্তক হতে চেইন আঁটা ভালে উপরি দোলে মন্তিকা ।

কন্ঠ হোতে দোলে তব স্বর্ন নির্মিত সাতনরির হার ,
কোটিদেশে কারুকার্য কোটিবন্ধ বাঁধা আহা কি বাহার ।
দুই বাহুতে বাজুবন্ধ বাঁধা চরুকলা খচিত কৃষ্ণচূড়ার ,
দুই কর্ণে হীরক খচিত স্বর্ন কুন্ডল দোলে কিবা বাহার  ।

সুবর্ন নির্মিত স্বর্নচম্পা শোভা পায় এলোখোঁপা উপরে ,
কনকলতায় জড়িয়ে বেণী কালোফনি দোলে পৃষ্ঠ'পরে ।
দশ অঙ্গুলিতে অঙ্গুরিয় হাতেতে  হাত পদ্ম তব শোভে ,
তাতে বহু রতন খচিত নকশা কি অপরূপ  অনন্য ভাবে ।

নাকেতে নোলক দোলে নাসিকা উপরি শোভে নাকছাবি ,
কেবা তুমি অপরূপা পরনে স্বর্ন জল ধরানো বেনারসী ।
স্বর্গ হোতে এসেছো নেমে অপ্সরা উর্বশী নাকি দেবী ,
চুপিসারে কোথা যাও তুমি ছড়ায়ে সুরভীত সুগন্ধি সুরভি ?

                    *************
সকাল- ১০ : ২৬ মিনিট ।
২৮/ ১১ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।