' কষ্ট  ' আমার কষ্ট দেখে কি লাভ তুই পাস  ,
জিয়ন্তে মরেছি আমি  সেটাই কি তুই চাস  ?
যারে আমি ভাবি আপন সে কখনো নয়তো আপন ,
আমায় কেউ চায়না কখনো  কেউ নয়তো আপন জন  ।

মনকে বুঝাই কাঁদিসনা মন কেউই তোর নয়রে আপন  ,
কেউ তোর নয়তো আপন যতই করিস আপন সে জন  ।
বলবোনাকো আয় ফিরে তুই বাসরে ভালো হয়ে আপন  ,
শুন্য মাঝে শুন্য হয়ে হারালি যে জন তোর ছিলো প্রিয়জন  ।

তুই হীন এই বুকটা যে মোর শুন্য যে হয়েছে ভুবন  ,
আষ্টে পিষ্টে স্মৃতি যে তোর জড়ায়ে ধরেছে প্রাণ মন   ।
স্বভাব দোষে ভাঙিসনা তুই আলোময় এই বিশ্বভূবন   ,
সবই যে তোর কপাল গুনে ভাসালি তোর সাধের জীবন  ।

বলবোনা  তুই  ফিরে এসে আবার আমায় বাসরে ভালো  ,
শুন্যতা তুই রেখেগেলি জ্বাললি সর্বনাশের দ্বিগুন আলো  ।
তুই হীন এই বুকটা জুড়ে বইছে শুধু ঝড় কালবৈশাখী কালো  ,
তোর স্বভাবেই ফেললি ভেঙে ধরেছিস ভিক্ষুক  বেশ ভালো ।

সাগরেতে তুলিস তুফান উপড়ে ফেলিস গাছ  পাথরে   ,
ঘরের চালি উড়িয়ে ফেলিস মনের সুখে খেলিস যেরে   ।
' কষ্ট  ' তুই কখন কার সাথীরে কেউই তোরে বুঝতে নারে  ,
রাজাকে ভিক্ষারী সাজাস  ভিক্ষারীর কষ্ট অতুল করে    ।

                              ******************
রাত্রি -  ১১ :১৮ মিনিট   ।
২০ / ০৩ /২৫  মঙ্গলবার  ।
কোলকাতা    ।