করুণা ভীক্ষা নয় অধিকার চাই  ,
স্বাধীন দেশের মানুষ আমরাও  স্বাধীন তাই  ।
একই দেশে বাস করি  আমরা ভাই ভাই  ,
এই দেশেতেই জন্ম মোদের মৃত্যু এই দেশেই  ।

একই রক্ত প্রবাহিত হয় সবারই শিরাতেই   ,
এই দেশেরেই আবহাওয়ায় বড় হই সবাই  ।
এই মাটিরই খাই পরি মাটির উপর নিদ্রা যাই ,
এই মাটিতেই জন্ম মৃত্যু হেথায় জীবন কাটাই  ।

এই দেশেই জল বায়ুতে আমরা বেঁচে রই সবাই  ,
এই দেশেতেই নিতাই গোরা জন্মে ছিলেন ভাই  ।
কবিগুরুর সোনারবাংলা নজরুলের বাংলাদেশ এটাই  ,
সিন্ধু গঙ্গা যমুনা এই দেশেই  বয়ে যায় ।

মোদের পিতৃ পিতামহের চরণ ধূলি রয়েছে  হেথায় ,
এই দেশেরেই মাটির উপর চির শান্তিতে নিদ্রা যায়  ।
এই দেশ তোমার আমার আমরা স্বাধীন সবাই  ,
এই দেশেতেই হাসি খেলি এই দেশেই প্রাণ জুড়াই  ।

এই মাটিতেই জন্ম মোদের খাই এদেশের অন্ন জল,
একই বাতাস একই নদী একই মাটি মায়র আঞ্চল ।
এই দেশেই জন্ম মোদের আমরা স্বাধীন থাকি ভাই  ,
স্বাধীন মোদের এই মাতৃভূমি আমারও স্বাধীন তাই  ।

      **********************
রাত্রি - ৯ : ১৩ মিনিট  ।
১৩ / ০৯ / ২৪ শুক্রবার  ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর  ।